জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার প্রায় দিনভর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে এ মনোনয়নপত্র তারা দাখিল করেন। এরমধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে প্রার্থীর সংখ্যা ৭জন। তারা হলেন, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি (নৌকা), গোলাম মোস্তফা তালুকদার মধু (আ’লীগ ড্যামি), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), সাইফুল ইসলাম (জাসদ), শফিকুল ইসলাম (এনপিপি), রেজাউল করিম (জাকের পার্টি), সবুজ আলী (বিএনএম)। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে প্রার্থী সংখ্যা ৫জন।
তারা হলেন, ড. জান্নাত আরা তালুকদার হেনরী (নৌকা), আমিনুল ইসলাম ঝন্টু (জাতীয় পার্টি), সোহেল রানা (তৃণমুল বিএনপি), ও সাদাকাত হোসেন খান বাবুল (ওয়ার্কার্স পাটি), আব্দুর রুবেল সরকার (জাকের পার্টি)। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে প্রার্থীর সংখ্যা ১১জন। তারা হলেন, ডা. আব্দুল আজিজ এমপি (নৌকা), কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট (আ’লীগ-স্বতন্ত্র), শরীফ- উল- আলম খন্দকার (আ’লীগ-স্বতন্ত্র), আব্দুল হালিম খান দুলাল (আ’লীগ-স্বতন্ত্র) ও নুরুল ইসলাম (আ’লীগ-স্বতন্ত্র)জাকির হোসেন (জাতীয় পার্টি), আলমগীর হোসেন (জাকের পার্টি), গোলাম মোস্তফা (বিএনএম), নুরুল ইসলাম প্রামানিক (মুক্তিজোট), মোজাফফর হোসেন (স্বতন্ত্র), ট্রাস্টি স্বপন কুমার রায় (স্বতন্ত্র)।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রার্থীর সংখ্যা ৪জন। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শফিকুল ইসলাম শফি (নৌকা), মোস্তফা কামাল বকুল (জাসদ), হিল্টল প্রামানিক (জাতীয় পার্টি), আব্দুল্লাহ আল হাসেম (জাতীয় পার্টি)। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে ৭জন। তারা হলেন, আব্দুল মমিন মন্ডল এমপি (নৌকা), সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস (আ’লীগ-স্বতন্ত্র), নুরুল ইসলাম সাজেদুল (আ’লীগ স্বতন্ত্র ), মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন (বহিস্কৃত বিএনপি-স্বতন্ত্র), ফজলুল হক (জাতীয় পার্টি), আব্দুল হাকিম (বিএনএম), নাজমুল হক (কৃষক শ্রমিক জনতা লীগ)। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রার্থীর সংখ্যা ৯জন। তারা হলেন, সাবেক এমপি চয়ন ইসলাম (নৌকা), বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু (বহিষ্কৃত আ’লীগ স্বতন্ত্র)। মোজাম্মেল হক (জাসদ), মোক্তার হোসেন (জাতীয় পার্টি), তারিকুল ইসলাম (তৃনমুল বিএনপি), রেজাউল করিম বিপ্লব (জাকের পার্টি), কাজী মো. আলামীন (বিএসপি), রেজাউর রশীদ খান (ওয়ার্কার্স পার্টি), মোহাম্মদ শামীম (বিএনএম) । এদিকে সিরাজগঞ্জ-২ আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না (আ’লীগ স্বতন্ত্র) মনোনয়নপত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমা দেননি তিনি।